নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্ভুক্ত?

অগ্নিবীণা

ঝিঙ্গেফুল

সিন্ধু হিন্দোল

বিষের বাঁশী


Description (বিবরণ) :

প্রশ্ন: নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্ভুক্ত?

ব্যাখ্যা:

অগ্নিবীণা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এতে বারোটি কবিতা আছে, তার মধ্যে বিদ্রোহী একটি। এ কাব্যগ্রন্থটি ১৯২২ সালের অক্টোবর মাসে প্রকাশিত হয়।


Related Question

কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালে আরেকজন কবিও একই বছরে জন্মগ্রহন করেন, তিনি কে?

কালিদাস রায়

জীবনানন্দ দাশ

সুকান্ত ভট্টাচার্য

বন্দে আলী মিয়া

কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

মৃত্যুক্ষুধা

আলেয়া

ঝিলিমিলি

মধুমালা

'বিদ্র্যেহী' কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

অগ্নিবীণা

বিষের বাঁশি

দোলন চাঁপা

বাঁধনহারা

নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?

রাজবন্দীর জবানবন্দী

ব্যথার দান

অগ্নিবীণা

নবযুগ

কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?

বিদ্রোহী

আনন্দময়ীর আগমনে

কাণ্ডারী হুশিয়ার

অগ্রপথিক