নিম্নলিখিত কোনটির ওপর বাংলাদেশ অবস্থিত?
ট্রপিক অব ক্যপ্রিকন
ট্রপিক অব ক্যানসার
ইকুয়েটর
আর্কটিক সার্কেল
Description (বিবরণ) :
প্রশ্ন: নিম্নলিখিত কোনটির ওপর বাংলাদেশ অবস্থিত?
ব্যাখ্যা: ট্রপিক অব ক্যান্সারের বাংলা প্রতিশব্দ হলো কর্কটক্রান্তি রেখা এবং ট্রপিক অব ক্যপ্রিকন হলো মকরক্রান্তি রেখা উত্তর গোলোর্ধে ২৩.৫ উত্তর অক্ষাংশে অবস্থিত এবং এটি বাংলাদেশের মধ্যভাগ দিয়ে চলে গেছে।
Related Question
নিম্নলিখিত কোন আঞ্চলিক/আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত?
SAARC
APEC
ADB
CIRDAP
নিম্নলিখিত শহরের কোনটি আলবেনিয়ার রাজধানী?
বুদাপেস্ট
প্রাগ
এথেন্স
তিরানা
নিম্নলিখিত কোন দেশ থেকে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায়?
মার্কিন যুক্তরাষ্ট্র
জাপান
দক্ষিণ কোরিয়া
জার্মানি
পবিত্র বায়তুল মোকাদ্দাস মসজিদ নিম্নলিখিত শহরে অবস্থিত-
জেরুজালেম
তেল আবির
বাগদাদ
রিয়াদ
বিশ্ব ( আন্তর্জাতিক ) আদালতের সদর দপ্তর নিম্নলিখিত শহরে-
জেনেভা
নিউইয়র্ক
ব্রাসলেস
হি হগ
শিখদের বিখ্যাত স্বর্ণমন্দির নিম্নলিখিত শহরে অবস্থিত-
চন্ডীগড়
কেরালা
হরিয়ানা
অমৃতসর