নিম্নলিখিত কোন আঞ্চলিক/আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত?

SAARC

APEC

ADB

CIRDAP


Description (বিবরণ) :

প্রশ্ন: নিম্নলিখিত কোন আঞ্চলিক/আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত?

ব্যাখ্যা: ঢাকায় CIRDAP, IJSG এবং BIMSTEC - এর সদর দপ্তর অবস্থিত। অন্যদিকে ADB - এর সদর দপ্তর ম্যানিলা, APEC _এর সদর দপ্তর সিঙ্গাপুর এবং SAARC - এর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত।


Related Question

নিম্নলিখিত কোনটির ওপর বাংলাদেশ অবস্থিত?

ট্রপিক অব ক্যপ্রিকন

ট্রপিক অব ক্যানসার

ইকুয়েটর

আর্কটিক সার্কেল

নিম্নলিখিত শহরের কোনটি আলবেনিয়ার রাজধানী?

বুদাপেস্ট

প্রাগ

এথেন্স

তিরানা

নিম্নলিখিত কোন দেশ থেকে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায়?

মার্কিন যুক্তরাষ্ট্র

জাপান

দক্ষিণ কোরিয়া

জার্মানি