নিম্নলিখিত কোন দেশ থেকে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায়?

মার্কিন যুক্তরাষ্ট্র

জাপান

দক্ষিণ কোরিয়া

জার্মানি


Description (বিবরণ) :

প্রশ্ন: নিম্নলিখিত কোন দেশ থেকে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায়?

ব্যাখ্যা: অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনুসারে বাংলাদেশ ২০১৫ - ১৬ অর্থবছরে (জানুয়ারি ২০১৬ পর্যন্ত) সবচেয়ে বেশি সাহায্য পায় জাপান থেকে (২২৭.৫০ মিলিয়ন মার্কিন ডলার) । এর পরে রয়েছে রাশিয়া (১৯৪.৫৩ মিলিয়ন মার্কিন ডলার), জার্মানি (৪১.৬৬ মিলিয়ন মার্কিন ডলার) । তবে সংস্থা হিসেবে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য দেয় আইডিএ (৫৫৮.৩৮ মিলিয়ন মার্কিন ডলার) ।


Related Question

নিম্নলিখিত কোনটির ওপর বাংলাদেশ অবস্থিত?

ট্রপিক অব ক্যপ্রিকন

ট্রপিক অব ক্যানসার

ইকুয়েটর

আর্কটিক সার্কেল

নিম্নলিখিত শহরের কোনটি আলবেনিয়ার রাজধানী?

বুদাপেস্ট

প্রাগ

এথেন্স

তিরানা