কবি জসীমউদ্‌দীনের ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ কোনটি?

ইস্তাম্বুল যাত্রীর পত্র

চলে মুসাফির

বিলেতে সাতশ দিন

আমার তুরস্ক


Description (বিবরণ) :

প্রশ্ন: কবি জসীমউদ্‌দীনের ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ কোনটি?

ব্যাখ্যা:

কবি জসীমউদ্‌দীনের ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ চলে মুসাফির ।

পল্লীকবি জসীমউদ্দীনের (১৯০৩ - ১৯৭৬) শ্রেষ্ঠ রচনা 'নকশী কাঁথার মাঠ ' (১৯২৯) । তার রচিত উল্লেখযোগ্য ভ্রমণকাহিনি - চলে মুসাফির (১৯৫২), হলদে পরীর দেশ (১৯৬৭), যে দেশে মানুষ বড় (১৯৬৮) ইত্যাদি ।


Related Question

বাংলায় টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক-----

রবীন্দ্রনাথ ঠাকুর

বিষ্ণু দে

সুধীন্দ্রনাথ দত্ত

বুদ্ধদেব বসু

'অগ্নিবীণা' কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা----

অগ্রপথিক

বিদ্রোহী

প্রলয়োল্লাস

ধূমকেতু

'শেষের কবিতা' রবীন্দ্রনাথ রচিত-----

কবিতার নাম

গল্প সংকলনের নাম

উপন্যাসের নাম

কাব্য সংকলনের নাম

জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নামঃ

রূপসী বাংলা

বনলতা সেন

ছাড়পত্র

সারাদুপুর

বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে?

বিহারীলাল চক্রবর্তী

প্যারীচাঁদ মিত্র

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি-----

শাহ মুহম্মদ সগীর

সাবিরিদ খান

শেখ ফয়জুল্লাহ

মুহাম্মদ কবীর