বেগম রোকেয়ার পিতার নাম কি ?
মসিহুজ্জামান সাবের
জহুরউদ্দীন সাবের
জহির উদ্দিন আবু আলী হায়দর সাবের
আবদুর রহমান আবু জায়সাম সাবের
Description (বিবরণ) :
প্রশ্ন: বেগম রোকেয়ার পিতার নাম কি ?
ব্যাখ্যা:
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন একজন সাহিত্যিক, সমাজসেবা ও শিক্ষাব্রতী। এক রক্ষনশীল মুসলীম পরিবারের তার জন্ম। তার পিতা জহির উদ্দীন আবু আলী হায়দর সাবের, স্বামী সাখাওয়াত হোসেন। স্বামীর মৃত্যু ঘটে ১৯০৯ খ্রিষ্টাব্দে।
Related Question
বেগম রোকেয়ার রচনা কোনটি?
ভাষা ও সাহিত্য
আয়না
লালসালু
অবরোধবাসিনী
বেগম রোকেয়ার রচনা কোনটি?
আলোছায়া
কেয়ার কাঁটা
পদ্মরাগ
রূপছন্দা
কোন গ্রন্থখানি বেগম রোকেয়ার লেখা?
প্রপঞ্চ
দেয়াল
মৃত্যুক্ষুধা
মতিচুর
কোনটি বেগম রোকেয়ার রচনা ?
পদ্মরাগ
নারী
মাটির কান্না
অমরাবতী
বেগম রোকেয়ার রচনাকর্ম কোনটি?
অভাগীর স্বর্গ
বলাকা
মতিচূর
সাম্যবাদী
বেগম রোকেয়ার রচনা কোনটি ?
ভাষা ও সাহিত্য
লালসালু
আয়না
অবরোধবাসিনী