কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
অগ্নিবীণা
বিষের বাঁশি
দোলন চাঁপা
সাম্যবাদী
Description (বিবরণ) :
প্রশ্ন: কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
ব্যাখ্যা:
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ "অগ্নিবীণা" ১৯২২ সালে প্রকাশিত হয়।
তার দ্বিতীয় কাব্যগ্রন্থ হলো - বিষের বাঁশি।
বাউন্ডেলের আত্মকাহিনী কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প।
Related Question
কাজী নজরুল ইসলামের "বিদ্রোহী" কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তুর্ভূক্ত?
অগ্নিবীণা
বিষের বাঁশী
ভাঙ্গার গান
প্রলয় শিখা
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কত সালে পরলোক গমন করেন?
১৯৭৪
১৯৭৬
১৯৭৮
১৯৮১
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
বিসর্জন
ডাকঘর
বসন্ত
অচলায়তন
কবি কাজী নজরুল ইসলাম 'সঞ্চিতা' কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?
বারীন্দ্রকুমার ঘোষ
রবীন্দ্রনাথ ঠাকুর
বীরজাসুন্দরী দেবী
মুজাফফর আহমদ
কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালে আরেকজন কবিও একই বছরে জন্মগ্রহন করেন, তিনি কে?
কালিদাস রায়
জীবনানন্দ দাশ
সুকান্ত ভট্টাচার্য
বন্দে আলী মিয়া
কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
মৃত্যুক্ষুধা
আলেয়া
ঝিলিমিলি
মধুমালা