কম্পিউটারে মেকানিকাল ডিভাইসকে বলা হয় ---
সফটওয়্যার
ডাটা
হার্ডওয়্যার
ইউজার
Description (বিবরণ) :
প্রশ্ন: কম্পিউটারে মেকানিকাল ডিভাইসকে বলা হয় ---
ব্যাখ্যা:
কোনো কম্পিউটার ব্যবস্থায় সকল ভৌত যন্ত্রপাতি ও ডিভাইস, কী বোর্ড, প্রিন্টার, মনিটর অর্থাৎ মেকানিক্যাল ডিভাইসকে হার্ডওয়্যার বলে। এটি তিন ভাগে বিভক্ত । যথা -
১. সিপিইউ
২. ইনপুট ডিভাইস
৩. আউটপুট ডিভাইস।
Related Question
কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝানো হয় -----
এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
তথ্য দেয়া ও তথ্য নেয়ার অংশ বিশেষ
যেসব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে
কম্পিউটার তৈরির নকশা
বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য যে জ্যামিতিক সন্নিবেশ করা হয় তাকে বলে-
মারফোলজি
টেকনোলজি
নিউরোলজি
টপোলজি
কম্পিউটারে GUI শব্দটির পুর্নরুপ কী?
Graphical User Instrument
Graphical Unified Interface
Graphical User Interface
Graphical Unified Instrument
কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে তাকে বলে-
স্টার্ট আপ ডিস্ক
ডিস্ক কম্প্যাক্ট ডিস্ক
হাইডেনসিটি ডিস্ক
ম্যাগনেটিক ডিস্ক
কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি কি নামে পরিচিত?
বাইনারী
ডেসিম্যাল
হেক্সা ডেসিম্যাল
অক্টাল