রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?
চোখের বালি
বলাকা
ঘরে-বাইরে
রক্তকরবী
Description (বিবরণ) :
প্রশ্ন: রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উল্লেখযোগ্য নাটকগুলো হলো 'চিত্রাঙ্গদা' (১২৯৯), 'প্রায়শ্চিত্ত ' (১৯০৯) , 'রাজা' (১৯১০), 'অচলায়তন' (১৯১১), 'ডাকঘর' (১৯১২), 'রক্তকরবী' (১৯২৪), 'তাসের দেশ ' (১৯৩৩), চণ্ডালিকা' (১৯৩৩) ইত্যাদি।
Related Question
রবীন্দ্রনাথের "শেষের কবিতা" কোন ধরনের গ্রন্থ?
কাব্য
নাটক
উপন্যাস
ছোটগল্প
কোনটি রবীন্দ্রনাথের রচনা?
চতুরঙ্গ
চতুষ্কোণ
চতুর্দশী
চতুষ্পাঠী
' সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা' রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
বলাকা
সোনারতরী
চিত্রা
পুনশ্চ
' তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি' ---- রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
পূরবী
শেষলেখা
আকাশ প্রদীপ
সেজূঁতি
রবীন্দ্রনাথের 'সোনার তরী' কবিতা কোন ছন্দে রচিত?
স্বরবৃত্ত
অক্ষরবৃত্ত
মন্দাক্রান্তা
মাত্রাবৃত্ত
কোনটি রবীন্দ্রনাথের রচনা নয়?
রক্ত কবরী
পুনশ্চ
মহুয়া
বেহুলা