রবীন্দ্রনাথের 'সোনার তরী' কবিতা কোন ছন্দে রচিত?
স্বরবৃত্ত
অক্ষরবৃত্ত
মন্দাক্রান্তা
মাত্রাবৃত্ত
Description (বিবরণ) :
প্রশ্ন: রবীন্দ্রনাথের 'সোনার তরী' কবিতা কোন ছন্দে রচিত?
ব্যাখ্যা:
মাত্রাবৃত্ত ছন্দ (কলাবৃত্ত বা ধ্বনিপ্রধান ছন্দ) বাংলা সাহিত্যে প্রচলিত প্রধান তিনটি ছন্দের একটি। অন্য দুটি হলো স্বরবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ। মাত্রাবৃত্ত ছন্দে লেখা কবিতাগুলোর মূলপর্ব ৪, ৫, ৬, ৭ মাত্রার হতে পারে। পরিচ্ছেদসমূহ. ১ বৈশিষ্ট্য; ২ নামকরণ; ৩ ছন্দ বিশ্লেষণ; ৪ তথ্যসূত্র. বৈশিষ্ট্যঃ • মূল পর্ব ৪, ৫, ৬ বা ৭ মাত্রার হয়।
Related Question
রবীন্দ্রনাথের "শেষের কবিতা" কোন ধরনের গ্রন্থ?
কাব্য
নাটক
উপন্যাস
ছোটগল্প
কোনটি রবীন্দ্রনাথের রচনা?
চতুরঙ্গ
চতুষ্কোণ
চতুর্দশী
চতুষ্পাঠী
রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?
চোখের বালি
বলাকা
ঘরে-বাইরে
রক্তকরবী
' সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা' রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
বলাকা
সোনারতরী
চিত্রা
পুনশ্চ
' তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি' ---- রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
পূরবী
শেষলেখা
আকাশ প্রদীপ
সেজূঁতি
কোনটি রবীন্দ্রনাথের রচনা নয়?
রক্ত কবরী
পুনশ্চ
মহুয়া
বেহুলা