' কার মাথায় হাত বুলিয়েছ' ----এখানে 'মাথা' শব্দের অর্থ ------
স্বভাব নষ্ট করা
স্পর্ধা বাড়া
ফাঁকি দেওয়া
কোনো উপায়ে
Description (বিবরণ) :
প্রশ্ন: ' কার মাথায় হাত বুলিয়েছ' ----এখানে 'মাথা' শব্দের অর্থ ------
ব্যাখ্যা: একই শব্দকে বিভিন্ন বাক্যে বিভিন্ন অর্থে ব্যবহার করা যায়। উপরিউক্ত বাক্যে 'মাথা' শব্দটি আরো কিছু ব্যবহার হলো - অঙ্গবিশেষ - তার মাথার চুল কাল। জ্ঞান - ছাত্রটির অংকে ভালো মাথা আছে। মনের অবস্থা - রাগের মাথায় কোনো কাজ করা ঠিক নয়। দিব্যি দেয়া - মাথা খাও , চিঠি দিতে ভুল করো না। দিব্যি দেয়া - মাথা খাও, চিঠি দিতে ভুল করো না। আস্কারা পাওয়া - ছেলেটি আদর পেয়ে একেবারে মাথায় উঠেছে।
Related Question
"Let there be light" কার বিখ্যাত চলচ্চিত্র?
সত্যজিৎ রায়
জহির রায়হান
চাষী নজরুল ইসলাম
খান আতাউর রহমান
প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ--------
রান্নার জন্য তাপ নয় চাপও কাজে লাগে
বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
সঞ্চিত বাষ্পের তাপ রান্নায় সহায়ক
দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাইভোল্টেজ ব্যবহার করার কারণ-----
এতে বিদ্যুতের অপচয় কম হয়
এতে কমে গিয়েও প্রয়োজনীয় ভোল্টেজ বজায় থাকে
অধিক বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়
প্রয়োজনমতো ভোল্টেজ কমিয়ে ব্যবহার করা যায়
জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে, কারণ -----
এরা অনেক ছোট হয়
এদের কান্ডে অনেক বায়ু কুঠুরী থাকে
এরা পানিতে জন্মে
এদের পাতা অনেক কম থাকে
ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন। কারণ এতে ----
বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে
সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
লোহাকে টেম্পারিং করা হয়েছে
সব বিজাতীয় দ্রব্য বের করে দেয়া হয়েছে
সমুদ্র স্রোতের অন্যতম কারণ -----
বায়ু প্রবাহের প্রভাব
সমুদ্রের পানিতে তাপ পরিচালনা
সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য
সমুদ্রের ঘূর্ণিঝড়