প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ--------
রান্নার জন্য তাপ নয় চাপও কাজে লাগে
বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
সঞ্চিত বাষ্পের তাপ রান্নায় সহায়ক
Description (বিবরণ) :
প্রশ্ন: প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ--------
ব্যাখ্যা:
তরলের স্ফুটনাংক ১০০ ডিগ্রি সেলসিয়াস।
উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধিপায় আর চাপ কমলে তরলের স্ফুটনাংক হ্রাস পায়। যেজন্য পাহাড়ে বা উঁচু কোন জায়গায় রান্না করার সময় মাছ মাংস সহজে সিদ্ধ হয়না। কিন্তু প্রেসার কুকারে আবদ্ধ অবস্থায় তরলের চাপ বাড়ানো হয় ফলে মাছ মাংস সহজে সিদ্ধ হয়।
উল্লেখ্য ঃঃঃপাহাড়ে তরলের স্ফুটনাংক হ্রাস পেয়ে ৭০ ডিগ্রি আর প্রেসার কুকারে বৃদ্ধি েপেয়ে ১২০ ডিগ্রি হয়।
Related Question
প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক ----
কম হয়
বেশি হয়
ঠিক হয়
কোনোটিই নয়
প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ ----
রান্নার জন্য শুধু তাপ নয় চাপও কাজে লাগে
বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক
প্রেসার কুকারে পানির স্ফুটনাংক-
স্বাভাবিক
স্বাভাবিকের চেয়ে কম
স্বাভাবিকের চেয়ে বেশি
কোনোটাই না
প্রেসার কুকারে পানির স্ফুটনাংক---
ঠিক থাকে
কম হয়
বেশি হয়
কোনোটিই নয়
প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক ----
কম হয়
বেশি হয়
ঠিক থাকে
কোনোটিই নয়
প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ-
বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
রান্নার জন্য শুধু তাপ নয় চাপও কাজে লাগে
উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক