মধ্যযুগের প্রথম কাব্য কোনটি?
শুন্যপুরান
ডাকার্নব
শ্রীকৃষ্ণকীর্তন
গীতগোবিন্দ
Description (বিবরণ) :
প্রশ্ন: মধ্যযুগের প্রথম কাব্য কোনটি?
ব্যাখ্যা:
১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিম বঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী কাঁকিল্যা গ্রাম থেকে অযত্নরক্ষিত অবস্থায় এই কাব্যের একটি পুথি আবিষ্কার করেন। ১৯১৬ সালে তারই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে '
Related Question
মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনায় কোন মুসলিম শাসকের গুরুত্বপুর্ন ভূমিকা রয়েছে?
নাসির উদ্দিন শাহ
মুর্শিদ কুলি খান
শাহ সুজা
আলাউদ্দিন হুসেন শাহ
মধ্যযুগের কবি নন কে?
জয়নন্দী
বড়ু চণ্ডীদাস
গোবিন্দ দাস
জ্ঞান দাস
মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক -এর প্রভাব অপরিসীম?
শ্রীচৈতন্যদেব
শ্রীকৃষ্ণ
আদিনাথ
মনোহর দাশ
মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন?
১৭৫৬
১৭৫২
১৭৬০
১৭৬২
মধ্যযুগের প্রথম কাব্য “শ্রীকৃষ্ণকীর্তন”-এর রচিয়তা কে?
চন্ডীদাস
দ্বিজ চন্ডীদাস
বড়ু চন্ডীদাস
দীন চন্ডীদাস
মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কী?
চতুর্দশপদী কবিতা
চর্যাপদ
ছোটগল্প
মঙ্গলকাব্য