মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক -এর প্রভাব অপরিসীম?

শ্রীচৈতন্যদেব

শ্রীকৃষ্ণ

আদিনাথ

মনোহর দাশ


Description (বিবরণ) :

প্রশ্ন: মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক -এর প্রভাব অপরিসীম?

ব্যাখ্যা:

মধ্যযুগের বাংলা সাহিত্যে শ্রীচৈতন্যদেবের প্রভাব অপরিসীম। চৈতন্যদেব বাল্যকাল থেকেই কবিতা ও সঙ্গীতপ্রিয় ছিলেন। এসব ভাবগত গানের দ্বারা তার মনে ভক্তি ভাবের উন্মেষ ঘটে। তিনি প্রচার করলেন “জীবে দয়া ঈশ্বরে ভক্তি বিশেষ করে নামধর্ম, নাম সংকীর্তন”। তাঁর কল্যাণেই বাঙালির স্বজাত্যবোধ ও নিজস্ব সংস্কৃতি রক্ষিত হয়। চৈতন্যদেবের আবির্ভাব কেবল ধর্ম ও সামাজিক ক্ষেত্রে নয়, বাংলা সাহিত্যের অঙ্গনেও এক বৈপ্লবিক ঘটনা। চৈতন্যদেবের বৈষ্ণবতত্ত্বকে অবলম্বন করে বৈষ্ণব কবিরা রচনা করে পদাবলী গান।


Related Question

মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনায় কোন মুসলিম শাসকের গুরুত্বপুর্ন ভূমিকা রয়েছে?

নাসির উদ্দিন শাহ

মুর্শিদ কুলি খান

শাহ সুজা

আলাউদ্দিন হুসেন শাহ

মধ্যযুগের প্রথম কাব্য কোনটি?

শুন্যপুরান

ডাকার্নব

শ্রীকৃষ্ণকীর্তন

গীতগোবিন্দ

মধ্যযুগের কবি নন কে?

জয়নন্দী

বড়ু চণ্ডীদাস

গোবিন্দ দাস

জ্ঞান দাস

মধ্যযুগের প্রথম কাব্য “শ্রীকৃষ্ণকীর্তন”-এর রচিয়তা কে?

চন্ডীদাস

দ্বিজ চন্ডীদাস

বড়ু চন্ডীদাস

দীন চন্ডীদাস

মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কী?

চতুর্দশপদী কবিতা

চর্যাপদ

ছোটগল্প

মঙ্গলকাব্য