মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়?
১৯২৬
১৯২৭
১৯২৮
১৯২৯
Description (বিবরণ) :
প্রশ্ন: মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়?
ব্যাখ্যা: এ পত্রিকাটি দৈনিক ,সাপ্তাহিক ,মাসিক, এমনকি বার্ষিক হিসেবেও প্রকাশিত হয়েছে এবং পরে আবার মাসিক রুপে প্রকাশিত হয়ে অবশেষে লুপ্ত হয়েছে। দৈনিক আজাদের প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ আকরম খাঁর সম্পাদনায় 'মোহাম্মদী' ১৯০৩ সালের ১৮ আগস্ট কলকাতায় আত্মপ্রকাশ করে। তখন এটি ছিল মাসিক পত্রিকা। এরপর ১৯১০ সালে এটি 'সাপ্তাহিক মোহাম্মদী' নামে মোহাম্মদ আকরম খাঁ সম্পাদনায় প্রকাশিত হয়। ১৯২২ সালে এটি দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯২৭ সালের ৬ নভেম্বর 'মাসিক মোহাম্মদী ' আবার নতুনভাবে প্রকাশিত হয়।
Related Question
বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম----
সুন্দরম
লোকায়ত
উত্তরাধিকার
কিছুধ্বনি
বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি ?
সুন্দরম
লোকায়ত
কারি ও কলম
উত্তরাধিকার
মাসিক 'সওগাত' পত্রিকা ইংরেজী কোন সালে প্রথম প্রকাশিত হয়?
১৯১৫ সালে
১৯১৮ সালে
১৯৩০ সালে
১৯৪৮ সালে
এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ঃ ৩ এবং তাঁর মাসিক সঞ্চয় ১০,০০০ টাকা হলে তিনি কত টাকা আয় করেন?
২০,০০০
২২,৫০০
২৫,০০০
৩০,০০০