নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না?
meson
neutron
proton
electron
Description (বিবরণ) :
প্রশ্ন: নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না?
ব্যাখ্যা: পদার্থের পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস গঠিত হয় প্রোটন (proton) এবং নিউট্রনের (Netron ) সমন্বয়ে। ইলেকট্রন , নিউট্রন ও প্রোটনকে কেন্দ্র করে ঘুরতে থাকে। প্রোটনের চার্জ পজেটিভ এবং ইলেকট্রনের চার্জ নেগেটিভ। একটি পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান থাকে এবং এজন্য পরমাণু চার্জ নিরপেক্ষ হয় । অপরপক্ষে মেসন (Meson) এক ধরনের অস্থিত মৌলিক কণিকা যা কসমিক রশ্মিতে এবং পরমাণু কেন্দ্রের বিভাজনে পাওয়া যায়।
Related Question
নিচের কোনটি সঠিক?
বিদ্রোহী-কাব্য গ্রন্থ
শেষের কবিতা-নাট্য গ্রন্থ
বিষবৃক্ষ-উপন্যাস
নৌকা ডুবি-গল্প গ্রন্থ
নিচের কোনটি ভাব বাচ্যের উদাহরণ?
আমি আর গেলাম না
এবার মাছ ধরা যাক
আম বোধ হয় পেঁকেছে
কুকুর লোকটিকে কামড়ালো
নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় -----
পেট্রোলিয়াম
কয়লা
প্রাকৃতিক গ্যাস
বায়োগ্যাস
নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?
লিনাক্স
মজিলা
উবুন্টু
উইন্ডোজ
নিচের কোনটি ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস হিসেবে ব্যাবহৃত হয়?
মাউস
প্লটার
মডেম
কীবোর্ড