মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য?

নাইজেরিয়া

লেবানন

নাইজারনুমো

উগান্ডা


Description (বিবরণ) :

প্রশ্ন: মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য?

ব্যাখ্যা: ওআইসি (Organisation of Islamic Conference ) মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংগঠন। উপরিউক্ত দেশগুলোর মধ্যে মুসলমানদের সংখ্যা নাইজেরিয়ায় ৬৪% , লেবাননে ৫৭% , নাইজারে ৯৭% এবং উগান্ডায় ৩৬% ।


Related Question

বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি-----

শাহ মুহম্মদ সগীর

সাবিরিদ খান

শেখ ফয়জুল্লাহ

মুহাম্মদ কবীর

মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য -----

ইউসুফ জুলেখা

রসুল বিজয়

নূরনামা

শবে মেরাজ

প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে?

আলাওল

সৈয়দ সুলতান

মুহাম্মদ খান

শাহ মুহাম্মদ সগীর

দিল্লীর সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন ?

কুতুবুদ্দিন আইবেক

শামসুদ্দিন ইলতুতমিশ

গিয়াসউদ্দিন বলবন

মুহম্মদ বিন তুঘলক

বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন?

সৈয়দ আমীর আলী

নওয়াব আবদুল লতিফ

নওয়াব স্যার সলিমুল্লাহ

স্যার সৈয়দ আহমেদ খান