মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য -----

ইউসুফ জুলেখা

রসুল বিজয়

নূরনামা

শবে মেরাজ


Description (বিবরণ) :

প্রশ্ন: মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য -----

ব্যাখ্যা: ইউসুফ - জোলেখা মধ্যযুগের পুঁথি লেখকদের রচিত বাংলা সাহিত্যের একটি প্রণয় - কাব্য। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর, গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে(১৩৯৩ - ১৪০৯ খ্রিষ্টাব্দ) ইউসুফ - জোলেখা কাব্য রচনা করেন। শাহ মুহম্মদ সগীর ছাড়াও মধ্যযুগের আরো অনেক কবি ইউসুফ - জোলেখা নাম দিয়ে কাব্য রচনা করেন।


Related Question

বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি-----

শাহ মুহম্মদ সগীর

সাবিরিদ খান

শেখ ফয়জুল্লাহ

মুহাম্মদ কবীর

প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে?

আলাওল

সৈয়দ সুলতান

মুহাম্মদ খান

শাহ মুহাম্মদ সগীর

প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?

আলাওল

সৈয়দ সুলতান

মুহম্মদ খান

শাহ মুহম্মদ সগীর

প্রথম বাঙালি মুসলমান কবি কে?

কায়কোবাদ

শাহ মুহম্মদ সগীর

আলাওল

মিয়ানমার

প্রাচীনতম বাঙালী মুসলমান কবি কে?

আলাওল

সৈয়দ সুলতান

শাহ মুহম্মদ সগীর

মুহম্মদ খান

বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি-

শাহ মুহম্মদ সগীর

দৌলত কাজী

আলাওল

সাবিরিদ খাঁ