কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?
মার্কিন যুক্তরাষ্ট্র
নিউজিল্যান্ড
বাহামা
সুইজারল্যান্ড
Description (বিবরণ) :
প্রশ্ন: কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?
ব্যাখ্যা: বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৮৯৩ সালে নিউজিল্যান্ডে নারীর ভোটাধিকার স্বীকৃত হয়। ভোটাধিকার প্রাপ্তির শতবর্ষ উদযাপন উপলক্ষে এ দেশে ১৯৯৩ সালে রাজনৈতিক দলে নেতৃত্বের আনুপাতিক আইন পাস হয়। এই আইনে নিউজিল্যান্ডে পার্লামেন্টে নারীর ৩০ ভাগ আসন নিশ্চিত করা হয়। যুক্তরাষ্ট্রে মহিলারা ভোটাধিকার লাভ করে ১৯২০ সালে।
Related Question
ইন্দোনেশিয়া ব্যতীত কোন দেশের মুসলমান সংখ্যা সর্বাধিক?
পাকিস্তান
বাংলাদেশ
ভারত
সৌদি আরব
বাংলদেশ বিদেশী বিনিয়োগের পরিমান সবচেয়ে বেশি কোন দেশের?
জাপান
যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্র
চীন
এডেন কোন দেশের সমুদ্রবন্দর?
ইয়েমেন
কাতার
ওমান
ইরাক
শ্যাম দেশ কোন দেশের পূর্বনাম?
থাইল্যান্ড
ইন্দোনেশিয়া
ইরাক
সিরিয়া
HZ(এইচ জেড) কোন দেশের বেসামরিক বিমানের প্রতীক?
হাঙ্গেরী
জাপান
সৌদি আরব
ব্রাজিল
জার্মানি ব্যতিরেকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে?
সুইজারল্যান্ড
পোল্যান্ড
অস্ট্রিয়া
ডেনমার্ক