নিচের কোনটি একটি যোগরূঢ় শব্দ?

পঙ্কজ

স্বন্দেশ

প্রবীণ

গায়ক

কোনটিই নয়


Description (বিবরণ) :

প্রশ্ন: নিচের কোনটি একটি যোগরূঢ় শব্দ?

ব্যাখ্যা:

যোগরুঢ় শব্দ: সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাকে যোগরুঢ় শব্দ বলে। যেমন:

পঙ্কজ - পঙ্কে জন্মে যা। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি নানাবিধ উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু পঙ্কজ বলতে শুধু পদ্মফুল বোঝায়। তাই পঙ্কজ একটি যোগরুঢ় শব্দ।


Related Question

নিচের কোনটি সঠিক?

বিদ্রোহী-কাব্য গ্রন্থ

শেষের কবিতা-নাট্য গ্রন্থ

বিষবৃক্ষ-উপন্যাস

নৌকা ডুবি-গল্প গ্রন্থ

নিচের কোনটি ভাব বাচ্যের উদাহরণ?

আমি আর গেলাম না

এবার মাছ ধরা যাক

আম বোধ হয় পেঁকেছে

কুকুর লোকটিকে কামড়ালো

নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় -----

পেট্রোলিয়াম

কয়লা

প্রাকৃতিক গ্যাস

বায়োগ্যাস

নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?

লিনাক্স

মজিলা

উবুন্টু

উইন্ডোজ