পানি জমলে আয়তনে-
বাড়ে
কমে
দু’টোই হয়
কোনোটিই নয়
Description (বিবরণ) :
প্রশ্ন: পানি জমলে আয়তনে-
ব্যাখ্যা:
তরল পদার্থে তাপ প্রয়োগ করলে তার আয়তন বাড়ে ও তাপ সরিয়ে নিলে তার আয়তন কমে। 0̊C তাপমাত্রার পানিকে গরম করলে এর আয়তন বাড়ে না বরং আয়তন কমে। 4 ̊ C তাপমাত্রা পর্যন্ত এভাবেই আয়তন কমে। পরবর্তীতে 4 ̊ C তাপমাত্রার পানিকে গরম বা ঠাণ্ডা যাই করা হোক না কেন তা প্রসারিত হয়। এই ব্যতিক্রমের প্রধাণ কারণ হচ্ছে, 4 ̊ C তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি।
Related Question
রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো ----
দর্পণের কাজ করে
আতষীকাচের কাজ করে
লেন্সের কাজ করে
প্রিজমের কাজ করে
গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব ----
নেপালে জলাধার নির্মাণ
গঙ্গা-ব্রহ্মপুত্রের মধ্যে সংযোগ খাল খনন
বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা বাঁধ নির্মাণ
গঙ্গার শাখা নদীসমূহের পানি প্রবাহ বৃদ্ধি
কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই এটা থাকে কারণ -----
বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি
বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম
বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান
পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ, আলোর ----
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
প্রতিসরণ
বিচ্ছুরণ
পোলারায়ন
কোন সালে ভারতের সাথে গঙ্গার পানি বণ্টনজনিত ৩০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
অক্টোবর ১৯৯৪
ডিসেম্বর ১৯৯৬
এপ্রিল ১৯৯৯
ফেব্রুয়ারি ২০০১
বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে?
আবাসিক
কৃষি
পরিবহন
শিল্প