পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ, আলোর ----

পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন

প্রতিসরণ

বিচ্ছুরণ

পোলারায়ন


Description (বিবরণ) :

প্রশ্ন: পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ, আলোর ----

ব্যাখ্যা:

 

পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ, আলোরপ্রতিসরণের কারণেপানি সচছ পদার্থ তাই আমরা যদি পানিতে তাকাই তাহলে তা ভেদ করে আলো অপর পাশে চলে যায় তাই পানিতে যে জিনিস আমরা যেখানে দেখতে পাই তা সেখানে নেই একটু দূরে আছেতাই পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যায়

 

আলোর প্রতিসরণের কারণে এমনটা ঘটে। আলো হালকা/ বায়বীয় মাধ্যম থেকে ঘন/ পানি মাধ্যমে গেলে অভিলম্ব থেকে দূরে সরে যায়।  তাই বৈঠাও বাঁকা দেখায় 


Related Question