প্রথম বাঙালি মুসলমান কবি কে?

কায়কোবাদ

শাহ মুহম্মদ সগীর

আলাওল

মিয়ানমার


Description (বিবরণ) :

প্রশ্ন: প্রথম বাঙালি মুসলমান কবি কে?

ব্যাখ্যা: বাঙালি মুসলমান কবিদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন কবি শাহ মুহম্মদ সগীর। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৯৩ - ১৪০৯ খ্রি.) 'ইউসুফ - জুলেখা' প্রণয়োপাখ্যান (কাব্যগ্রন্থ) রচনা করেন।


Related Question

এভারেস্ট জয়ী প্রথম বাঙালি কে?

মুসা ইব্রাহিম

নিশাত মজুমদার

সত্যব্রত দাম

ওয়াফিয়া নাজরীন

ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া প্রথম বাঙালি সাঁতারু---

ব্রজেন দাশ

আবদুল মালেক

অরুণ নন্দী

আবু সাঈদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন?

স্যার এফ রহমান

ড. মাহমুদ হাসান

ড. আর সি মজুমদার

বিচারপতি মোঃ ইব্রাহিম

নোবেল পুরুস্কার প্রাপ্ত প্রথম বাঙালি কে ?

রবীন্দ্রনাথ ঠাকুর

অমর্ত্য সেন

মুহাম্মদ ইউনুস

ফজলে হাসান আবিদ

কোনটিই নয়

প্রথম বাঙালি হিসেবে কে নোবেল পুরস্কার লাভ করেন?

বরীন্দ্রনাথ ঠাকুর

সত্যজিত রায়

ড. ইউনূস

তারাশংকর বন্দোপাধ্যায়

প্রথম বাঙালি সনেটকার ?

বিহারীলাল চক্রবর্তী

সত্যেন্দ্রনাথ দত্ত

মাইকেল মধুসূদন দত্ত

প্রমথ চৌধুরী