রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস-

পদ্মরাগ

পদ্মাবতী

মতিচূর

মতিবহল


Description (বিবরণ) :

প্রশ্ন: রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস-

ব্যাখ্যা:

রোকেয়ার তার নারীবাদী চিন্তার প্রকাশ ঘটিয়েছেন মতিচূর প্রবন্ধসংগ্রহের প্রথম (১৯০৪) ও দ্বিতীয় খণ্ডে (১৯২২)। সুলতানার স্বপ্ন (১৯০৫), পদ্মরাগ (১৯২৪), অবরোধবাসিনী (১৯৩১) ইত্যাদি তার সৃজনশীল রচনা। তার সুলতানার স্বপ্নকে বিশ্বের নারীবাদী সাহিত্যে একটি মাইলফলক ধরা হয়। গ্রন্থাকারে প্রকাশিত হবার আগে তার লেখাগুলো নবনূর, সওগাত, মোহাম্মদী ইত্যাদি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তার প্রবন্ধ, গল্প, উপন্যাসের মধ্য দিয়ে তিনি নারীশিক্ষার প্রয়োজনীয়তা আর লিঙ্গসমতার পক্ষে যুক্তি তুলে ধরেছেন। হাস্যরস আর ব্যঙ্গ - বিদ্রুপের সাহায্যে পিতৃতান্ত্রিক সমাজে নারীর অসম অবস্থান ফুটিয়ে তুলেছেন। তার রচনা দিয়ে তিনি সামাজিক সচেতনতা সৃষ্টির চেষ্টা করেছেন, ধর্মের নামে নারীর প্রতি অবিচার রোধ করতে চেয়েছেন, শিক্ষা আর পছন্দানুযায়ী পেশা নির্বাচনের সুযোগ ছাড়া যে নারী মুক্তি আসবে না - - তা বলেছেন।


Related Question

বেগম রোকেয়ার রচনা কোনটি?

ভাষা ও সাহিত্য

আয়না

লালসালু

অবরোধবাসিনী

বেগম রোকেয়ার রচনা কোনটি?

আলোছায়া

কেয়ার কাঁটা

পদ্মরাগ

রূপছন্দা

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?

পল্লীসমাজ

শেষ প্রশ্ন

পদ্মরাগ

পরিনীতা

কোন গ্রন্থখানি বেগম রোকেয়ার লেখা?

প্রপঞ্চ

দেয়াল

মৃত্যুক্ষুধা

মতিচুর

কোনটি বেগম রোকেয়ার রচনা ?

পদ্মরাগ

নারী

মাটির কান্না

অমরাবতী

বেগম রোকেয়ার রচনাকর্ম কোনটি?

অভাগীর স্বর্গ

বলাকা

মতিচূর

সাম্যবাদী