নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি ----

গণদেবতা

পদ্মনদীর মাঝি

সীতারাম

পথের পাঁচালী


Description (বিবরণ) :

প্রশ্ন: নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি ----

ব্যাখ্যা:

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেছে। | মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসে গ্রামীণ জেলেদের জীবনচিত্র প্রাধান্য পেয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেছে। সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেছে। | সীতারাম বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের একটি রাজনৈতিক উপন্যাস ক্ষুদ্র সামন্ত রাজ্যের উত্থানপতনের ইতিহাস, পারিবারিক জীবনের সমস্যা প্রভৃতি বিষয়গুলাে এ উপন্যাসে স্থান পেয়েছে।


Related Question

নিচের যে বাক্য সংকোচনটি অশুদ্ধ -

আকাশ ও পৃথীবি= ক্রন্দাসী

অপূর্ব সৃষ্টিশিল ক্ষমতা= প্রতিভা

অতি উচ্চ ক্রূর হাসি= দৃপ্তহাসি

পা থেকে মাথা পর্যন্ত= আপাদমস্তক

নিচের যেটি ক্রমবাচক শব্দ-

আটই

চতুর্থ

সতেরো

বাইশে

নিচের যেটি শরৎচন্দ্রের ক্ষেত্রে প্রাসঙ্গিক -

সংগীতজ্ঞ

গীতিকার

নাট্যকার

চিত্রশিল্পী

' মধুসূদন ' নিচের যে উপন্যাসের অন্যতম প্রাধান চরিত্র ----

গৃহদাহ

যোগাযোগ

শর্মিষ্ঠা

নদীবক্ষে

অভি - উপসর্গ নিচের যে অর্থে ব্যবহৃত হতে পারে -

সম্যক

আগমন

আধিপত্য

ব্যাপ্তি