মহাকাব্য রচয়িতা হিসেবে বিশেষ উল্লেখযোগ্য __
মোজাম্মেল হক
হামিদ আলী
কায়কোবাদ
যোগীন্দ্রনাথ বসু
Description (বিবরণ) :
প্রশ্ন: মহাকাব্য রচয়িতা হিসেবে বিশেষ উল্লেখযোগ্য __
ব্যাখ্যা:
মহাকাব্য রচয়িতা হিসেবে বিশেষ উল্লেখযোগ্য __ কায়কোবাদ।
কায়কোবাদ, মহাকবি কায়কোবাদ বা মুন্সী কায়কোবাদ (১৮৫৭ - ২১ জুলাই, ১৯৫১) বাংলা ভাষার উল্লেখযোগ্য কবি যাকে মহাকবিও বলা হয়। তার প্রকৃত নাম কাজেম আল কোরায়শী।
“মীর মশাররফ, কায়কোবাদ, মোজাম্মেল হকের মধ্যে কায়কোবাদই হচ্ছেন সর্বতোভাবে একজন কবি।
কাব্যের আদর্শ ও প্রেরণা তাঁর মধ্যেই লীলাময় হয়ে ওঠে। সেজন্য একথা বেশ জোরের সঙ্গে বলা যায় যে কবি কায়কোবাদই হচ্ছেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি।
Related Question
'বৃত্রসংহার' মহাকাব্যের রচয়িতা কে?
মাইকেল মধুসূদন দত্ত
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
নবীনচন্দ্র সেন
যোগীন্দ্রনাথ বসু
কোন গ্রন্থটি মহাকাব্য?
অবকাশ রঞ্জিনী
বৃত্রসংহার
বিরহ বিলাপ
বীরাঙ্গনা কাব্য
বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি?
বৃত্রসংহার কাব্য
ত্রয়ীকাব্য
মহাশ্মশান
মেঘনাদবধ কাব্য
কোনটি বাংলা সাহিত্যের মহাকাব্য ?
রাজ ও রানী
মেঘনাদ বধ
জমিদার দর্পন
মহাকাব্য “শাহনামা”র রচয়িতা---
ওমর খৈয়াম
ফেরদৌসী
আবুল ফজল
শেখ সাদী
হোমারের মহাকাব্যের নাম কি?
ইলিয়ড
ওডিসি
ইনিট
ইডিপাস