কোন গ্রন্থটি মহাকাব্য?

অবকাশ রঞ্জিনী

বৃত্রসংহার

বিরহ বিলাপ

বীরাঙ্গনা কাব্য


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন গ্রন্থটি মহাকাব্য?

ব্যাখ্যা: মহাকাব্য হলো কোনাে জাতির উত্থান - পতনের কাহিনী ওজস্বী ছন্দে বর্ণিত সাহত্যিকর্ম ।কিছু বিখ্যাত মহাকাব্য হলো রামায়ণ (বাল্মীকি), মহাভারত (কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব) , মেঘনাদবধ কাব্য (মাইকেল মধুসূদন দত্ত, ১৮৬১ ), বৃত্রসংহার - ১ম ও ২য় খণ্ড (হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ১৮৭৫ ও ১৮৭৭), মহাশ্মশান (কায়কোবাদ, ১৯০৪) , স্পেন বিজয় (সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী' ১৯১৪) , ইলিয়াড (হোমার), প্যারাডাইস লস্ট (মিল্টন) ইত্যাদি। 'বৃত্র' নামক অসুর কর্তৃক স্বর্গবিজয় ও দেবরাজ ইন্দ্র কর্তৃক স্বর্গের অধিকার পুনঃস্থাপন বৃত্তাসুরের নিধনই 'বৃত্রসংহার' মহাকাব্যের উপজীব্য।


Related Question

কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?

মেঘনাদবধ কাব্য

দুর্গেশনন্দিনী

নীলদর্পণ

অগ্নিবীণা

রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?

চোখের বালি

বলাকা

ঘরে-বাইরে

রক্তকরবী

কোন গ্রন্থটি এয়াকুব আলী চৌধুরী প্রণীত?

মোস্তফা রচিত

নয়াজাতির স্রষ্টা হযরত মোহাম্মদ

বিশ্বনবী

মানব-মুকুট

রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস?

শেষের কবিতা

বলাকা

ডাকঘর

কালান্তর

কোন গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী?

আশা-আকাঙ্ক্ষার সমর্থনে

ভবিষ্যতের বাঙালি

উন্নত জীবন

সভ্যতা

কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত?

হরতাল

পালাবদল

উত্তীর্ণ পঞ্চাশে

অন্বিষ্ট স্বদেশ