বাদুড় অন্ধকারে চলাফেরা করার সময় কীভাবে দিক নির্ণয় করে ?
চোখে দেখে
ঘ্রান শক্তির মাধ্যমে
আরট্রাসনিক শব্দের মাধ্যমে
সবগুলোই ঠিক
Description (বিবরণ) :
প্রশ্ন: বাদুড় অন্ধকারে চলাফেরা করার সময় কীভাবে দিক নির্ণয় করে ?
ব্যাখ্যা:
বাদুড়ের দৃষ্টিশক্তি অত্যন্ত ক্ষীণ, তাই চলার সময় শ্রবণশক্তির উপর নির্ভর করতে হয় । বাদুড়ের কান শব্দোত্তর বা আলট্রাসনিক তরঙ্গের শব্দ শুনতে সক্ষম । চলার সময় বাদুড় ক্রমাগত মুখ দিয়ে প্রায় ২০ কিলোহার্টজ শব্দোত্তর বা আলট্রাসনিক তরঙ্গের শব্দ তৈরি করে এবং সেই শব্দ তার চারপাশ থেকে প্রতিধ্বনি হয়ে ফিরে আসলে বাদুড় সেই প্রতিধ্বনি থেকেই আশেপাশের সম্ভাব্য বাধা - বিঘ্ন সম্পর্কে ধারণা লাভ করতে ও তা এড়িয়ে চলতে পারে।
Related Question
বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে?
তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন চোখের সাহায্যে
ক্রমাগত শব্দ উৎপন্নের মাধ্যমে অবস্থান নির্ণয় করে
সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে
অলৌকিকভাবে
বাদুড় রাতের বেলা চলাফেরার সময় দিক নির্ণয় করে--
চোখে দেখে
আলট্রাসনিক শব্দের মাধ্যমে
ঘ্রাণশক্তির মাধ্যমে
সবগুলোই
চলার পথে প্রতিবন্ধকের উপস্থিতি কিংবা খাদ্যবস্তুর অবস্থান নির্ণয়ের জন্য বাদুড় কি ব্যবহার করে?
শব্দের তরঙ্গ
শ্রাব্যতার তরঙ্গ
শব্দোত্তর তরঙ্গ
উপরের সবগুলো
বাদুড় রাতের বেলায় চলাফেরার সময় দিক নির্ণয় করে-
চোখে দেখে
ঘ্রাণ শক্তির মাধ্যমে
আলট্রাসোনিক শব্দের মাধ্যমে
সবগুলোই ঠিক