নিম্নোক্ত কোন রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের?
প্রভাত সঙ্গীত
সন্ধ্যা সঙ্গীত
প্রভাবতী সম্ভাষণ
প্রান্তিক
Description (বিবরণ) :
প্রশ্ন: নিম্নোক্ত কোন রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের?
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যে গদ্যের জনক হিসেবে খ্যাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক পদ্য রচনা হচ্ছে ‘প্রভাবতী সম্ভাষ’ (১৮৯২)। তার অন্যান্য রচনার মধ্যে ‘বেতাল পঞ্চবিংশতি’, ‘শকুন্তলা’, ‘সীতার বনবাস’, ‘ভ্রান্তিবিলাস’প্রভৃতি প্রধান।
Related Question
বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে?
সমাস দ্বারা
লিঙ্গ পরিবর্তন দ্বারা
উপসর্গ যোগে
ক, খ, ও গ তিন উপায়েই হয়
নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে?
দেবেশ রায়ের ' তিস্তাপাড়ের বৃত্তান্ত'
সুনীল গঙ্গোপাধ্যায়ের ' পূর্ব-পশ্চিম'
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ' যাও পাখি'
অভিজিৎ সেনের ' রহুচণ্ডালের হাড়'
বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত কোন ভাষা থেকে?
সংস্কৃত
পালি
প্রাকৃত
অপভ্রংশ
ফোর্ট উইলিয়াম কলেজের সাথে নিম্নোক্ত কোন মনীষীর নাম জড়িত?
হরপ্রসাদ শাস্ত্রী
রামমোহন রায়
মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
প্রমথ চৌধুরী
”হযরত মুহম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব” বাক্যটি নিম্নোক্ত কোন শ্রেণীর বাক্য?
মিশ্র
জটিল
যৌগিক
সরল
'বনফুল' নিম্নোক্ত কোন লেখকের নাম?
বিভূতিভূষণ মুখোপাধ্যায়
তারাশঙ্কার বন্দোপাধ্যায়
বলাইচাঁদ মুখোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়