বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত কোন ভাষা থেকে?
সংস্কৃত
পালি
প্রাকৃত
অপভ্রংশ
Description (বিবরণ) :
প্রশ্ন: বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত কোন ভাষা থেকে?
ব্যাখ্যা:
প্রাকৃত ভাষা বলতে প্রাচীন ভারতীয় উপমহাদেশে লোকমুখে প্রচলিত স্বাভাবিক ভাষাগুলিকে বোঝায়। প্রাকৃত ভাষাগুলি ইন্দো - ইউরোপীয় ভাষাপরিবারের ইন্দো - ইরানীয় শাখার ইন্দো - আর্য শাখার প্রাচীন নিদর্শন। এগুলি সংস্কৃতের মত মার্জিত সাহিত্যিক ভাষা ছিল না। তবে পরবর্তীকালে সংস্কৃতের মত এগুলিও মৃত ভাষায় পরিণত হয়।
প্রাকৃত ভাষাগুলির মধ্যে পালি ভাষা বৌদ্ধ সাহিত্যের ভাষা হিসেবে ব্যবহৃত হত। প্রাকৃত ভাষাগুলি থেকেই নানা বিবর্তনের মাধ্যমে আধুনিক ইন্দো - আর্য ভাষাগুলির উদ্ভব হয়েছে। মাগধী প্রাকৃত ভাষা থেকে বাংলা, অসমীয়া, বিহারী, ও ওড়িয়া ভাষা; শৌরসেনী প্রাকৃত ভাষা থেকে পশ্চিমী হিন্দি ও পাঞ্জাবি ভাষা; অর্ধমাগধী প্রাকৃত ভাষা থেকে পূর্বী হিন্দি; এবং মহারাষ্ট্রী প্রাকৃত থেকে মারাঠি ভাষার উদ্ভব হয়েছে বলে মনে করা হয়।
Related Question
বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?
দশম থেকে চতুর্দশ শতাব্দী
একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন 'চর্যাপদ' --এর আবিষ্কারক----
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ
ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
হরপ্রসাদ শাস্ত্রী
ডক্টর সুকুমার সেন
বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে ------
সংস্কৃত
পালি
প্রাকৃত
অপ্রভ্রংশ
শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় ----
দুই ভাগে
তিন ভাগে
চার ভাগে
পাঁচ ভাগে
বাংলা ভাষার মুল উৎস কোনটি?
কানাড়ি বাড়ি
বৈদিক ভাষা
হিন্দি ভাষা
প্রাকৃত ভাষা
উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয়ভাগে বিভক্ত?
২ ভাগে
৩ ভাগে
৪ ভাগে
৫ ভাগে