আফ্রিকার প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে?

মূল মধ্যরেখা

কর্কটক্রান্তি রেখা

বিষুব রেখা

মকরক্রান্তি রেখা


Description (বিবরণ) :

প্রশ্ন: আফ্রিকার প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে?

ব্যাখ্যা:

বিষুবরেখা পৃথিবীতে থাকা দুটো মেরু (উত্তর ও দক্ষিণ মেরু) থেকে সমান দূরত্বে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত বেষ্টন করে রাখা রেখাকে বিষুবরেখা বা নিরক্ষরেখা বলে। এর অন্য নাম নিরক্ষবৃত্ত, মহাবৃত্ত, গুরুবৃত্ত। এই রেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ দিক বরাবর সমান দুটো অর্ধগােলকে ভাগ করে। নিরক্ষরেখার উত্তর দিককে পৃথিবীর উত্তর গােলার্ধ এবং দক্ষিণ দিককে পৃথিবীর দক্ষিণ গােলার্ধ বলে। এই রেখা আমেরিকার উত্তর ভাগ এবং আফ্রিকার মধ্যভাগ দিয়ে চলে গেছে।


Related Question

উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কি?

জ্যামিতিক সীমারেখা

ঔপনিবেশিক সীমারেখা

উপজাতিভিত্তিক সীমারেখা

অচিহ্নিত সীমারেখা

আফ্রিকার কোন দেশে বাংলাকে বিশেষ মর্যাদা দেয়া হয়েছে-

মিশর

লাইবেরিয়া

সিয়েরা লিওন

আইভরিকেস্ট

দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট

ডি ক্লার্ক

পিটার বোথা

ড. মালান

ফরষ্টার

বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকার দেশ কোনটি

মরিশাস

সেনেগাল

গাম্বিয়া

সোয়াজিল্যান্ড

পৃথিবী তথা আফ্রিকার দীর্ঘতম নদী কোনটি?

আমাজান

মিসিসিপি

নীলনদ

হোয়াংহো

পৃথিবীর তথা আফ্রিকার দীর্ঘতম নদী-

কঙ্গো

নীল

নাইজার

আমাজান