কোন বাচ্যে কর্ম থাকে না এবং ক্রিয়ার অর্থই বেশির ভাগ করা হয়?

কর্মকর্তৃবাচ্যে

কর্তৃবাচ্যে

কর্মবাচ্যে

ভাববাচ্যে


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন বাচ্যে কর্ম থাকে না এবং ক্রিয়ার অর্থই বেশির ভাগ করা হয়?

ব্যাখ্যা:

ভাববাচ্য : বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে প্রকাশিত হলে তাকে ভাববাচ্য বলে। এ ধরনের বাক্যে কর্ম থাকে না এবং কর্তাও প্রধান হয় না। কাউকে কোন কিছু সরাসরি না বলে ঘুরিয়ে বলতে গেলে ভাববাচ্যে বলা যায়।

এ ধরনের বাক্যে কর্তায় - ষষ্ঠী, দ্বিতীয়া বা তৃতীয়া বিভক্তি হয়।

নামপুরুষের ক্রিয়াপদ [ক্রিয়াপদ] হয়।

মাঝে মাঝে মূল ক্রিয়াপদের সঙ্গে সহযোগী ক্রিয়াপদও যুক্ত হয়।

কখনো কখনো কর্তা উহ্য থাকে, অর্থাৎ কর্তা অনুল্লেখিত থাকে।

যেমন -

আমার খাওয়া হল না। (নামপুরুষের ক্রিয়াপদ)

তোমার যাওয়া হবে না। (নামপুরুষের ক্রিয়াপদ)

এ পথে চলা যায় না। (সহযোগী ক্রিয়াপদ যুক্ত)


Related Question

'কোথায় থাকা হয়' এটি কোন বাচ্যের উদাহরণ?

কর্তৃবাচ্য

কর্মবাচ্য

ভাব ভাচ্য

ক্রিয়া বাচ্য

'তোমাদের কখন আসা হলো' এটি কোন বাচ্যের উদাহরণ ?

ভাববাচ্য

কর্মবাচ্য

কতৃবাচ্য

'কোথায় থাকা হয়'- কোন বাচ্যের উদাহরণ?

ভাব বাচ্য

কর্তৃবাচ্য

কর্ম-কর্তৃবাচ্য

কর্ম বাচ্য

’কোথায় থাকা হয়?” এটি কোন বাচ্যের উদাহরণ?

ভাব বাচ্যের

কর্তৃবাচ্যের

কর্ম-কর্তৃ বাচ্যের

কর্ম বাচ্যের

'বাঁশি বাজে ওই দূরে ' -- কোন বাচ্যের উদাহরণ?

ভাববাচ্যের

কর্তৃবাচ্যের

কর্ম-কর্তৃবাচ্যের

কর্মবাচ্যের

কোথায় যাওয়া হচ্ছে? -- এটি কোন বাচ্যের উদাহরণ?

কর্মবাচ্য

ভাববাচ্য

কর্তৃবাচ্য

কর্তৃকর্মবাচ্য