থিয়েটার পত্রিকার সম্পাদক কে?
সারা জাকের
রামেন্দু মজুমদার
আব্দুল্লাহ আল মামুন
আসাদুজ্জামান নূর
Description (বিবরণ) :
প্রশ্ন: থিয়েটার পত্রিকার সম্পাদক কে?
ব্যাখ্যা:
বাংলাদেশের নব নাট্যচর্চায় রামেন্দু মজুমদার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। ‘থিয়েটার’ নাট্যদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ‘থিয়েটার’ পত্রিকায় সম্পাদক, ‘আবদুল্লাহ আল - মামুন থিয়েটার স্কুল’ এর সম্পাদক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি হিসেবে তাঁর সংযুক্তি বাংলাদেশের নাটক ও সংস্কৃতি চর্চাকে বেগবান করেছে। বর্তমানে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরিষদ সদস্য ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য। এর আগে বাংলা একাডেমীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্যের দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি ‘অ্যাডভার্টাইজিং এজেন্সিজ এসোসিয়েশান অব বাংলাদেশ’ এর সভাপতি।
Related Question
বাংলাদেশে 'গ্রাম থিয়েটার' --এর প্রবর্তক কে?
মমতাজউদদীন আহমদ
আব্দুল্লাহ আল মামুন
সেলিম আল দীন
রামেন্দু মজুমদার
বাংলাদেশে 'গ্রাম-থিয়েটারের' প্রবর্তক-
মমতাজ উদ্দীন আহমেদ
আবদুল্লাহ আল মামুন
সেলিম আদ দীন
রামেন্দু মজুমদার
অপারেশন থিয়েটারে প্রবেশ করার আগে বাইরের কাপড় পরিবর্তন করে OT Dress পরতে হয় কেন?
সৌন্দর্য বর্ধন করার জন্য
OT-staff- দের সঠিকভাবে চিহ্নিত করার জন্য
Infection prevention করার জন্য
নিজস্ব কাপড়ে রক্ত ও ময়লা লেগে যেতে পারে সেজন্য
মুক্তিযুদ্ধকালে কোলকাতার ৮, থিয়েটার রোড ‘বাংলাদেশ বাহিনী’ কখন গঠন করা হয়?
এপ্রিল ১০, ১৯৭১
এপ্রিল ১১, ১৯৭১
এপ্রিল ১২, ১৯৭১
এপ্রিল ১৩, ১৯৭১
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার কোথায় অবস্থিত?
আগারগাঁও, শেরে বাংলা নগর
বিজয় সরণী, তেজগাঁও
মিরপুর
শাহবাগ
অপারেশণ থিয়েটারের দেয়ার কেমন হইয়া উচিৎ?
সিরামিক টাইল
গ্লেজ টাইলস
টেরাজো টাইলস
মোজাইক ফিনিশ