কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় 'কালাপাহাড়'--কে স্মরণ করেছেন কেন?
ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে
ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে
প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে
প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে
Description (বিবরণ) :
প্রশ্ন: কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় 'কালাপাহাড়'--কে স্মরণ করেছেন কেন?
ব্যাখ্যা: 'সাম্যবাদী' কাব্যগ্রন্থের অন্তর্গত 'মানুষ' কবিতায় কবি কাজী নজরুল ইসলাম যারা পবিত্র উপাসনালয়ের দরজা বন্ধ করে , তাদের ধ্বংসের জন্য কালাপাহাড়কে স্বরণ করেছেন। তাইতো কাজী নজরুল লিখেছেন, মোল্লা পুরুত লাগয়েছে তার সকল দুয়ারে চাবি!' কোথা চেঙ্গিস' গজনি মামুদ, কোথায় কালাপাহাড় ? ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা - দেওয়া দ্বার! 'কালাপাহাড়' ছিলেন বাংলা ও বিহারের সন্তান ছিলেন এবং নিয়মিত বিষ্ণু পূজা করতেন। পরবর্তী সময়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং প্রবল হিন্দু বিদ্বেষী হয়ে ওঠেন। ১৫৬৮ সালে পুরীর জগন্নাত দেবের মন্দিরসহ বিভিন্ন মন্দির ও বিগ্রহের ব্যাপক ক্ষতিসাধন করেন। আর তখন থেকেই তিনি 'কালাপাহাড়' নামে পরিচিত।
Related Question
কাজী নজরুল ইসলামের "বিদ্রোহী" কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তুর্ভূক্ত?
অগ্নিবীণা
বিষের বাঁশী
ভাঙ্গার গান
প্রলয় শিখা
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কত সালে পরলোক গমন করেন?
১৯৭৪
১৯৭৬
১৯৭৮
১৯৮১
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
বিসর্জন
ডাকঘর
বসন্ত
অচলায়তন
কবি কাজী নজরুল ইসলাম 'সঞ্চিতা' কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?
বারীন্দ্রকুমার ঘোষ
রবীন্দ্রনাথ ঠাকুর
বীরজাসুন্দরী দেবী
মুজাফফর আহমদ
কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালে আরেকজন কবিও একই বছরে জন্মগ্রহন করেন, তিনি কে?
কালিদাস রায়
জীবনানন্দ দাশ
সুকান্ত ভট্টাচার্য
বন্দে আলী মিয়া
কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
মৃত্যুক্ষুধা
আলেয়া
ঝিলিমিলি
মধুমালা