' আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।।' ---রবীন্দ্রনাথের এ গানে ' নিছনি' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
অপনোদন অর্থে
পূজা অর্থে
বিলানো অর্থে
উপহার অর্থে
Description (বিবরণ) :
প্রশ্ন: ' আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।।' ---রবীন্দ্রনাথের এ গানে ' নিছনি' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ব্যাখ্যা: 'নিছনি শব্দের আভিধানিক অর্থ রুপ , লাবণ্য, উপহার, বেশিবিন্যাস , অর্ঘ্য, নিবেদন ইত্যাদি রবীন্দ্রনাথের এ গানে চরণতলে 'নিছনি ' শব্দটি অর্ঘ্য অর্থাৎ পূজা অর্থে ব্যবহৃত হয়েছে।
Related Question
"এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধবমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসিনি" এর রচয়িতা -----
জহির রায়হান
গাফ্ফার চৌধুরী
শামসুর রাহমান
মাহবুব-উল-আলম চৌধুরী
"আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি" আমাদের জাতীয় সংগীতের রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
জসীমউদ্দীন
মাহবুব-উল-আলম চৌধুরী
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোথায় চাকরি/কাজ করতেন?
বিমানবাহিনী
নৌ-বাহিনী
সেনাবাহিনী
কোন বাহিনীতে নয়
' আকাশে তো আমি রাখিনাই মোর উড়িবার ইতিহাস।' ----এই বাক্যে ' আকাশে' শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
কর্তৃকারকে সপ্তমী
কর্মকারকে সপ্তমী
অপাদান কারকে তৃতীয়া
অধিকরণ কারকে সপ্তমী
‘আমার গানের মালা আমি করব কারে দান’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
করণে সপ্তমী
কর্মে সপ্তমী
কর্তায় সপ্তমী
অপাদানে সপ্তমী
' আমি কিংবদন্তীর কথা বলছি' ---এর রচয়িতা কে?
সিকান্দার আবু জাফর
আবু জাফর ওবায়দুল্লাহ
ফররুখ আহমদ
আহসান হাবীব