পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে-

১ জানুয়ারি

২১ এপ্রিল

১ জুলাই

১ অক্টোবর


Description (বিবরণ) :

প্রশ্ন: পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে-

ব্যাখ্যা:

পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে - ১ জানুয়ারি।

জ্যোতির্বিজ্ঞানের রেওয়াজ থেকে, অয়তান্ত - বিন্দু অনুসারে চারটি ঋতুর হিসাব করা যায়—এটা হল সেই বিন্দু যা থেকে পৃথিবীর অক্ষ রেখার অক্ষীয় ঢাল সূর্যের কত কাছে রয়েছে বা সূর্য থেকে কত দূরে রয়েছে তার হিসাব পাওয়া যায়—এবং বিষুব অনুসারে, যখন অক্ষীয় ঢালের দিক ও সূর্যের দিক সমান্তরালে থাকে।

উত্তর গোলার্ধে, শীতকালীন অয়তান্ত - বিন্দু (winter solstice) বর্তমানে হয়ে থাকে ২১ ডিসেম্বর; গ্রীষ্মকালীন অয়তান্ত - বিন্দু হয়ে থাকে ২১ জুনের কাছাকাছি সময়ে, বসন্ত বিষুব হয়ে থাকে ২০ মার্চের কাছাকাছি এবং হেমন্তকালীন বিষুব হ্যে থাকে ২২ বা ২৩ সেপ্টেম্বর।

দক্ষিণ গোলার্ধে এর বিপরীত ঘটনা ঘটে থাকে, যেখানে গ্রীষ্মকালীন ও শীতকালীন অয়তান্ত - বিন্দু গুলো নিজের মধ্যে পাল্টিয়ে যায় এবং বসন্ত বিষুব ও শারদীয় বিষুবের দিনও নিজেদের মধ্যে পাল্টিয়ে যায়।


Related Question

পৃথিবীর ঘৃর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না ------

মহাকর্ষ বলের জন্য

মাধ্যাকর্ষণ বলের জন্য

আমরা স্থির থাকার জন্য

পৃথিবীর সঙ্গে আমাদের আবর্তনের জন্য

পৃথিবীর কোন রাষ্ট্র পূর্ণ সার্বভৌমত্বহীন?

ফিলিস্তিন

ভুটান

নেপাল

আফগানিস্তান

সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?

৮.৩২ মিনিট

৯.১২ মিনিট

৭.৯৬ মিনিট

১০.৫৬ মিনিট