পৃথিবীর ঘৃর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না ------

মহাকর্ষ বলের জন্য

মাধ্যাকর্ষণ বলের জন্য

আমরা স্থির থাকার জন্য

পৃথিবীর সঙ্গে আমাদের আবর্তনের জন্য


Description (বিবরণ) :

প্রশ্ন: পৃথিবীর ঘৃর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না ------

ব্যাখ্যা:

ব্যাখ্যাঃ কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে মধ্যাকর্ষণ বল বলে। পৃথিবীর আহ্নিক গতির ফলে কেন্দ্রবিমুখী বলের সৃষ্টি হয়। কিন্তু এ কেন্দ্রবিমুখী বলের মান মধ্যাকর্ষণ বলের চেয়ে অনেক কম। এজন্য পৃথিবীর আবর্তন সত্ত্বেও আমরা ছিটকে পড়ি না।

মাধ্যাকর্ষণ = অভিকর্ষ


Related Question

পৃথিবীর কোন রাষ্ট্র পূর্ণ সার্বভৌমত্বহীন?

ফিলিস্তিন

ভুটান

নেপাল

আফগানিস্তান

পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?

আফ্রিকা

ইউরোপ

এশিয়া

উত্তর আমেরিকা

যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় -----

চন্দ্রগ্রহণ

সূর্যগ্রহণ

অমাবস্যা

পূর্ণিমা