একই হার সুদে ৩০০ টাকার ৪ বছরের সুদ এবং ৫০০ একত্রে ২২২ টাকা হলে, শতকরা বার্ষিক সুদের হার কত?
৪%
৬%
৫%
৫.৫%
Description (বিবরণ) :
প্রশ্ন: একই হার সুদে ৩০০ টাকার ৪ বছরের সুদ এবং ৫০০ একত্রে ২২২ টাকা হলে, শতকরা বার্ষিক সুদের হার কত?
ব্যাখ্যা:
আসল = ৩০০×৪ = ১২০০ টাকার ১ বছরের সুদ
আবার, ৫০০×৫ = ২৫০০ টাকার ১ বছরের সুদ
(১২০০ + ২৫০০) = ৩৭০০ টাকার ১ বছরের সুদ ২২২ টাকা
∴১০০ টাকার ১ বছরের সুদ = ১০০×২২২/৩৭০০
= ৬%
Related Question
বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?
হাতি/হাতী
নারি/নারী
জাতি/জাতী
দাদি/দাদী
কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালে আরেকজন কবিও একই বছরে জন্মগ্রহন করেন, তিনি কে?
কালিদাস রায়
জীবনানন্দ দাশ
সুকান্ত ভট্টাচার্য
বন্দে আলী মিয়া
১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ১৯৯৫ সালের ঐ একই তারিখে হবে -----
বৃহস্পতিবার
শুক্রবার
রবিবার
শনিবার
এটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভরসংখ্যা বেড়ে যায় বলে তাদের বলা হয়-----
আইসোটোপ
আইসোমার
আইসোটোন
আইসোবার
কোন পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার ও স্মার্টফোন একই সাথে ইন্টারনেট সংযোগ দেয়া যায়?
Bluetooth
Wi-fi
WAN
LAN
এই বিখ্যাত ব্যক্তিদের মধ্যে কোন ব্যক্তিটি অন্যদের সাথে একই গোত্রভুক্ত নন ?
রোমেল
সিজার
ইউক্লিড
নেপোলিয়ন