বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে?

ডঃ মুহম্মদ শহীদুল্লাহ

দীনেশ চন্দ্র সেন

সুনীতিকুমার চট্টোপাধ্যায়

সুকুমার সেন


Description (বিবরণ) :

প্রশ্ন: বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে?

ব্যাখ্যা: বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা - ড. মুহম্মদ শহীদুল্লাহ্। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত - মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান।


Related Question

বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?

দশম থেকে চতুর্দশ শতাব্দী

একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী

দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী

ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী

বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন 'চর্যাপদ' --এর আবিষ্কারক----

ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ

ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়

হরপ্রসাদ শাস্ত্রী

ডক্টর সুকুমার সেন

বাংলা ভাষার মুল উৎস কোনটি?

কানাড়ি বাড়ি

বৈদিক ভাষা

হিন্দি ভাষা

প্রাকৃত ভাষা