'পানি' শব্দটি কোন ভাষা থেকে আগত?

উর্দূ

হিন্দি

সংস্কৃত

আরবী


Description (বিবরণ) :

প্রশ্ন: 'পানি' শব্দটি কোন ভাষা থেকে আগত?

ব্যাখ্যা:

বাংলা ভাষায় আগত হিন্দী শব্দ - চিঠি, ঠিকানা, পানি ইত্যাদি৷

‘পানি’ - এর সংস্কৃত শব্দ হলো জল। অপরদিকে পানি শব্দটি হিন্দি ভাষা থেকে আগত।


Related Question

রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো ----

দর্পণের কাজ করে

আতষীকাচের কাজ করে

লেন্সের কাজ করে

প্রিজমের কাজ করে

গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব ----

নেপালে জলাধার নির্মাণ

গঙ্গা-ব্রহ্মপুত্রের মধ্যে সংযোগ খাল খনন

বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা বাঁধ নির্মাণ

গঙ্গার শাখা নদীসমূহের পানি প্রবাহ বৃদ্ধি

কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই এটা থাকে কারণ -----

বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি

বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম

বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান

বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান

পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ, আলোর ----

পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন

প্রতিসরণ

বিচ্ছুরণ

পোলারায়ন

কোন সালে ভারতের সাথে গঙ্গার পানি বণ্টনজনিত ৩০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?

অক্টোবর ১৯৯৪

ডিসেম্বর ১৯৯৬

এপ্রিল ১৯৯৯

ফেব্রুয়ারি ২০০১