জীবনানন্দ দাশের জন্ম স্থান-

বরিশাল

ফরিদপুর

খুলনা

সাতক্ষীরা


Description (বিবরণ) :

প্রশ্ন: জীবনানন্দ দাশের জন্ম স্থান-

ব্যাখ্যা:

বাংলা সাহিত্যে রুপসী বাংলার কবি হিসেবে সমধিক পরিচিত জীবনানন্দ দাশ ১৭ ফেব্রুয়ারি ১৮৯৯ সালের বরিশালে জন্মগ্রহন করেন। কবির আদি নিবাস গাওপাড়া গ্রাম, বিক্রমপুর। তার পিতা ছিলেন বরিশাল ব্রজমোহন স্কুলের প্রধান শিক্ষক। মা কুসুমকুমারী দাশও একজন কবি ছিলেন।


Related Question

জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নামঃ

রূপসী বাংলা

বনলতা সেন

ছাড়পত্র

সারাদুপুর

কোন দুটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ ?

বেলা অবেলা কালবেলা ও ধূসর পান্ডলিপি

বনলতা সেন ও উত্তর ফাল্গনী

ঝরা পালক ও রাখালী

ছাড়পত্র ও বনলতা সেন

জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ -----

ধূসর পাণ্ডুলিপি

নাম রেখেছি কোমল গান্ধার

একক সন্ধ্যায় বসন্ত

অন্ধকারে একা

জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?

বরিশাল জেলা

ফরিদপুর জেলা

ঢাকা জেলা

রাজশাহী জেলা

জীবনানন্দ দাশের জন্ম কত সালে?

১৮৯৮

১৮৯৯

১৮৯৭

১৮৯৬

জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?

ধূসর পাণ্ডুলিপি

কবিতার কথা

ঝরা পালকের কবি

দুর্দিনের যাত্রী