'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা?

নাটক

কাব্যগ্রন্থ

উপন্যাস

ছোট গল্প


Description (বিবরণ) :

প্রশ্ন: 'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা?

ব্যাখ্যা:

'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস জাতীয় রচনা।

শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। রবীন্দ্রনাথের চিত্রসৃষ্টি পর্যায়ের দ্বিতীয় উপন্যাস (প্রথমটি যোগাযোগ) এটি। 

১৯২৭ সাল (১৩৩৪ বঙ্গাব্দের ভাদ্র) থেকে ১৯২৮ সাল (১৩৩৪ বঙ্গাব্দের চৈত্র) অবধি প্রবাসীতে ধারাবাহিকভাবে রচনাটি প্রকাশিত হয়।

কিন্তু 'শেষ লেখা' রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্য গ্রন্থ।


Related Question

'শেষের কবিতা' রবীন্দ্রনাথ রচিত-----

কবিতার নাম

গল্প সংকলনের নাম

উপন্যাসের নাম

কাব্য সংকলনের নাম

শেষের কবিতা -

বুদ্ধদেব বসুর শেষ কবিতা

রবীন্দ্রনাথের শেষের কবিতা

বিষ্ণু দে'র কাব্যগ্রন্থ

রবীন্দ্রনাথের উপন্যাস

শেষের কবিতার রচয়িতা কে?

রবীন্দ্রনাথ ঠাকুর

কাজী নজরুল ইসলাম

শামসুর রহমান

জীবনানন্দ দাশ

'শেষের কবিতা' পুস্তকটি কোন শ্রেণীর সাহিত্যকর্ম?

কাব্যগ্রস্থ

গীতিকাব্য

কাব্যনাট্য

উপন্যাস

'শেষের কবিতা' কি জাতীয় রচনা?

কবিতা

ছড়া

নাটক

উপন্যাস