মধ্যযুগের বাংলাভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন কী?

চৈতন্যচরিতামৃত

বৈষ্ণব পদাবলি

শ্রীকৃষ্ণকীর্তন

শ্রীকৃষ্ণ বিজয়


Description (বিবরণ) :

প্রশ্ন: মধ্যযুগের বাংলাভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন কী?

ব্যাখ্যা:

মধ্যযুগের বাংলাভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণকীর্তন।

শ্রীকৃষ্ণকীর্তন বড়ুচণ্ডীদাস নামক জনৈক মধ্যযুগীয় কবি রচিত রাধাকৃষ্ণের প্রণয়কথা বিষয়ক একটি আখ্যানকাব্য।

১৯০৯ সালে{তারিখ অজানা} বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিম বঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী কাঁকিল্যা (কালিয়া) গ্রামের শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশীয় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘরের মাচার ওপর থেকে এই কাব্যের একটি পুথি আবিষ্কার করেন।

১৯১৬ সালে তারই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ নামে পুথিটি প্রকাশিত হয়; যদিও কারও কারও মতে মূল গ্রন্থটির নাম ছিল ‘শ্রীকৃষ্ণসন্দর্ভ’। বৌদ্ধ - সহজীয়া গ্রন্থ চর্যাপদের পর এটিই আদি - মধ্য বাংলা ভাষার প্রাচীনতম আবিষ্কৃত নিদর্শন।


Related Question

মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনায় কোন মুসলিম শাসকের গুরুত্বপুর্ন ভূমিকা রয়েছে?

নাসির উদ্দিন শাহ

মুর্শিদ কুলি খান

শাহ সুজা

আলাউদ্দিন হুসেন শাহ

মধ্যযুগের প্রথম কাব্য কোনটি?

শুন্যপুরান

ডাকার্নব

শ্রীকৃষ্ণকীর্তন

গীতগোবিন্দ

মধ্যযুগের কবি নন কে?

জয়নন্দী

বড়ু চণ্ডীদাস

গোবিন্দ দাস

জ্ঞান দাস

মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক -এর প্রভাব অপরিসীম?

শ্রীচৈতন্যদেব

শ্রীকৃষ্ণ

আদিনাথ

মনোহর দাশ

মধ্যযুগের প্রথম কাব্য “শ্রীকৃষ্ণকীর্তন”-এর রচিয়তা কে?

চন্ডীদাস

দ্বিজ চন্ডীদাস

বড়ু চন্ডীদাস

দীন চন্ডীদাস