'ব্যাকরণ ' শব্দের সঠিক অর্থ কোনটি?

বিশেষভাবে বিভাজন

বিশেষভাবে বিশ্লেষণ

বিশেষভাবে বিয়োজন

বিশেষভাবে সংযোজন


Description (বিবরণ) :

প্রশ্ন: 'ব্যাকরণ ' শব্দের সঠিক অর্থ কোনটি?

ব্যাখ্যা:

'ব্যাকরণ ' শব্দের সঠিক অর্থ বিশেষভাবে বিশ্লেষণ।

ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। শব্দটি ভাঙলে পাওয়া যায় - বি + আ + কৃ + অন = ব্যাকরণ।

যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে।


Related Question

কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?

স্যার উইলিয়াম জোনস্‌

স্যার উইলিয়াম ক্যারী

রাজীব লোচন মুখোপাধ্যায়

ব্রাসি হ্যালহেড

বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?

অক্ষয় দত্ত

মার্শম্যান

ব্রাশি হ্যালহেড

রাজা রামমোহন

'যিনি ভালো ব্যাকরণ জানেন' তিনি হলেন--

ব্যাকরণ বিশেষজ্ঞ

ব্যাকরণবিদ

বৈয়াকরণ

বৈয়াকরণিক

ব্যাকরণ শব্দটি হলো--

তৎসম

অর্ধ-তৎসম

তদ্ভব

দেশী

প্রথম কোন বাঙালি বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন?

রাজা রামমোহন রায়

সুনীতিকুমার চট্টোপাধ্যায়

ড. মুহম্মদ শহীদুল্লাহ

ড. এনামুল হক