ব্যাকরণ শব্দটি হলো--

তৎসম

অর্ধ-তৎসম

তদ্ভব

দেশী


Description (বিবরণ) :

প্রশ্ন: ব্যাকরণ শব্দটি হলো--

ব্যাখ্যা:

ব্যাকরণ শব্দটি হলো - - তৎসম।

যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কোন রূপ পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় গৃহীত হয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। যেমন : ব্যাকরণ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভুবন, ধর্ম, অন্ন, বস্ত্র, গৃহ, আকাশ ইত্যাদি।


Related Question

ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়?

ধ্বনিতত্ত্বে

অর্থতত্ত্বে

বাক্যতত্ত্বে

রূপতত্ত্বে

বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে কোন পদ ছাড়া বাক্য গঠন করা যায় না?

বিশেষ্য পদ

বিশেষণ পদ

ক্রিয়া পদ

সর্বনাম পদ

' সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

রূপতত্ত্ব

ধ্বনিতত্ত্ব

পদক্রম

বাক্য প্রকরণ

রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম-

গৌড়ীয় ব্যকরণ

ভাষা ও ব্যাকরণ

বর্ণ ও পরিচয়

সরল বাংলা ব্যাকরণ

'ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ' কে রচনা করেন?

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

সুনীতিকুমার চট্টোপাধ্যায়

মুহম্মদ শহীদুল্লাহ

মুহম্মদ এনামুল হক

প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

বাক্যতত্ত্ব

রুপতত্ত্ব

অর্থতত্ত্ব

ধ্বনিতত্ত্ব