নিচের কোনটি কবি নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা?
ধূমকেতু
সমকাল
মোসলেম ভারত
সবুজ পত্র
Description (বিবরণ) :
প্রশ্ন: নিচের কোনটি কবি নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা?
ব্যাখ্যা:
কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা 'ধূমকেতু' - ১৯২২ (অর্ধ - সাপ্তাহিক)। তাঁর সম্পাদিত অন্যান্য পত্রিকাগুলো হলোঃ লাঙল, দৈনিক নবযুগ। তিনি 'ধূমকেতু' পত্রিকায় দেশের মুক্তির দিশারি হিসেবে 'অনুশীলন' ও 'যুগান্তর' দলের সন্ত্রাসবাদী আন্দোলনকে উৎসাহ প্রদান ও ভারতের পূর্ণ স্বাধীনতা দাবি করে তৎকর্তৃক বহু অগ্নিঝরা সম্পাদকীয়, কবিতা ও প্রবন্ধ প্রকাশ করেন। ১৯২৩ সালে ব্রিটিশ সরকার এ পত্রিকা নিষিদ্ধ করেন। 'সমকাল' পত্রিকার সম্পাদক সিকান্দার আবু জাফর; মোসলেম ভারত' পত্রিকার সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক এবং 'সবুজ পত্র ' পরিবার সম্পাদক প্রমথ চৌধুরী।
Related Question
নিচের কোনটি সঠিক?
বিদ্রোহী-কাব্য গ্রন্থ
শেষের কবিতা-নাট্য গ্রন্থ
বিষবৃক্ষ-উপন্যাস
নৌকা ডুবি-গল্প গ্রন্থ
নিচের কোনটি ভাব বাচ্যের উদাহরণ?
আমি আর গেলাম না
এবার মাছ ধরা যাক
আম বোধ হয় পেঁকেছে
কুকুর লোকটিকে কামড়ালো
নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় -----
পেট্রোলিয়াম
কয়লা
প্রাকৃতিক গ্যাস
বায়োগ্যাস
নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?
লিনাক্স
মজিলা
উবুন্টু
উইন্ডোজ
নিচের কোনটি ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস হিসেবে ব্যাবহৃত হয়?
মাউস
প্লটার
মডেম
কীবোর্ড