'হ্ম' যুক্ত বর্ণটি কীভাবে গঠিত হয়েছে?

হ্ + ম

ক +ষ

ষ্ +ম

ম্ +হ


Description (বিবরণ) :

প্রশ্ন: 'হ্ম' যুক্ত বর্ণটি কীভাবে গঠিত হয়েছে?

ব্যাখ্যা:

'হ্ম' যুক্তবর্ণটি বিশ্লেষণ করলে হ্ + ম পাওয়া যায় । যেমন - ব্রাহ্মণ । আরো কয়েকটি উল্লেখযোগ্য যুক্তবর্ণ :

ক্ + ষ = ক্ষ,

ষ্ + ম = ষ্ম,

হ্ + ন = হ্ন,

ঞ্ + জ = ঞ্জ,

হ্ + ণ = হ্ণ,

জ্ + ঞ = জ্ঞ ।


Related Question

ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?

বরাইল

কৈলাস

কাঞ্চনজঙ্গা

গডউইন অস্টিন

'হ্ম' ---এর বিশ্লিষ্ট রূপ -----

ক + ঘ

ক + ষ + ণ

ক + ষ + ম

হ্‌ + ম

ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন-

রাজা রামমোহন রায়

কেশব চন্দ্র সেন

দেবেন্দ্র নাথ ঠাকুর

স্বামী বিবেকানন্দ

'ব্রহ্মদেশ' নামে পরিচিতি?

থাইল্যান্ড

জাপান

ভিয়েতনাম

মিয়ানমার