পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকার জাতি 'পিগমি'-রা কোন দেশের অধিবাসী?

কঙ্গো

নামিবিয়া

ইথিওপিয়া

হাইতি


Description (বিবরণ) :

প্রশ্ন: পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকার জাতি 'পিগমি'-রা কোন দেশের অধিবাসী?

ব্যাখ্যা:

ব্যাখাঃ পিগমি মধ্য আফ্রিকার একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী। এদের কয়েকটি উপজাতি হলো - বাকা, মুবিতি এবং নিগ্রিতো। কঙ্গোতে মুবিতি প্রজাতির প্রায় ৩০ - ৪০ হাজার পিগমি আছে।


Related Question

যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় -----

চন্দ্রগ্রহণ

সূর্যগ্রহণ

অমাবস্যা

পূর্ণিমা

চন্দ্র ও সূর্য পৃথিবীর একপাশে অবস্থান করে-

পূর্ণিমা তিথিতে

পূর্ণিমা ও অমাবস্যা উভয় তিথিতে

অমাবস্যা তিথিতে

এর কোনটিই নয়

র‌্যাফ্লেশিয়া পৃথিবীর বৃহত্তম ফুল কোন দেশে পাওয়া যায়?

আফ্রিকা

অস্ট্রেলিয়া

ভারত

ইন্দোনেশিয়া

বাংলাদেশের মুদ্রা টাকা-এর সাথে পৃথিবীর অন্যান্য মুদ্রার বিনিময় হার কে বির্ধারণ করে?

বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক ব্যাংক

সোনালী ব্যাংক

ঢাক স্টক এক্সচেঞ্জ

আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ?

ফিজি

ভ্যাটিকান

কুয়েত

মালদ্বীপ