'তিনি ধনী, কিন্তু কৃপণ' - কোন জাতীয় বাক্যের উদাহরণ ?

জঠিল

যৌগিক

সরল

মিশ্র


Description (বিবরণ) :

প্রশ্ন: 'তিনি ধনী, কিন্তু কৃপণ' - কোন জাতীয় বাক্যের উদাহরণ ?

ব্যাখ্যা:

পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয় একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে । যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে । যেমন : তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি ।


Related Question

কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালে আরেকজন কবিও একই বছরে জন্মগ্রহন করেন, তিনি কে?

কালিদাস রায়

জীবনানন্দ দাশ

সুকান্ত ভট্টাচার্য

বন্দে আলী মিয়া

জনাব এফ আর খান বাংলাদেশের জন্য গৌরব। তিনি কি ছিলেন?

স্থপতি

ক্যান্সার চিকিৎসক

আণবিক বিজ্ঞানী

কম্পিউটার বিজ্ঞানী

মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন?

জেনারেল মোহাম্মদ আতাউল গণি ওসমানী

গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার

ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান

ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর