মধ্যযুগের বাংলাভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন কী?

চৈতন্যচরিতামৃত

বৈষ্ণব পদাবলি

শ্রীকৃষ্ণকীর্তন

শ্রীকৃষ্ণ বিজয়


Description (বিবরণ) :

প্রশ্ন: মধ্যযুগের বাংলাভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন কী?

ব্যাখ্যা:

বড়ু চন্ডীদাস রচিত মধ্যযুগের বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন । তেরটি খণ্ডে বিভক্ত এ কাব্যের কেন্দ্রীয় চরিত্র - কৃষ্ণ, রাধা ও বড়াই । বড়ু চন্ডীদাস লোকসমাজে প্রচলিত রাধাকৃষ্ণ প্রেম সম্পর্কিত গ্রাম্য গল্প অবলম্বনে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য রচনা করেন ।


Related Question

মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনায় কোন মুসলিম শাসকের গুরুত্বপুর্ন ভূমিকা রয়েছে?

নাসির উদ্দিন শাহ

মুর্শিদ কুলি খান

শাহ সুজা

আলাউদ্দিন হুসেন শাহ

মধ্যযুগের প্রথম কাব্য কোনটি?

শুন্যপুরান

ডাকার্নব

শ্রীকৃষ্ণকীর্তন

গীতগোবিন্দ

মধ্যযুগের কবি নন কে?

জয়নন্দী

বড়ু চণ্ডীদাস

গোবিন্দ দাস

জ্ঞান দাস

মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক -এর প্রভাব অপরিসীম?

শ্রীচৈতন্যদেব

শ্রীকৃষ্ণ

আদিনাথ

মনোহর দাশ

মধ্যযুগের প্রথম কাব্য “শ্রীকৃষ্ণকীর্তন”-এর রচিয়তা কে?

চন্ডীদাস

দ্বিজ চন্ডীদাস

বড়ু চন্ডীদাস

দীন চন্ডীদাস